Sunday, March 27, 2016

বিপদে কৃষ্ণ ভিন্ন অন্য কেউ রক্ষা করতে পারে না।

বিপদে কৃষ্ণ ভিন্ন অন্য কেউ রক্ষা করতে পারে না। 
( বিষ্ণু পুরাণ, ১/৮/৭০)
তাৎপর্য : আমরা যখন কোন বিপদে পড়ি, তখন কাকে স্মরণ করি? যে আমাদের সাহায্য করতে পারবে।বিপদের মুহূর্তে যে আমাদের সাহায্য করতে পারবে না,তাকে স্মরণ করে কোন লাভ হয়?শাস্ত্রে বলা হয়েছে, আমাদের বিপদ থেকে প্রকৃত পক্ষে রক্ষা করতে পারে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ।তাই কৃষ্ণ ভিন্ন অন্য কেউর শরণাপন্ন হতে হয় না।রক্ষা করার মালিক একমাত্র কৃষ্ণই, দ্বিতীয় কেউ নেই।তাই সব সময় হরেকৃষ্ণ। হরেকৃষ্ণ

No comments:

Post a Comment