Sunday, May 17, 2015

প্রশ্নঃ নমস্কার কি ?




উত্তরঃ ডঃ মহানামব্রত ব্রহ্মচারী দ্বিতীয় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে(যথাসম্ভব ১৯৩৩ সালে) যোগ দিতে গিয়েছিলেন তখন। একে তো ব্রম্মচারী বলে তার পরনের পোশাক অদ্ভুত, তার উপর বিভিন্নধর্মী সবাইকে উদ্দেশ্য করে তিনি নমস্কার জ্ঞাপন করলেন সনাতনী ভঙ্গিতে 'মাথায় ও বুকে হাত ঠেকিয়ে'। তখনি সবাই চিৎকার করে উঠল,

এ আপনি কি করলেন। তারা তাকে ব্যঙ্গ করতে লাগলো। তখন তিনি ইংরেজীতে উত্তর দিলেন যে, 'আমি তোমাদের সম্বোধন মানে নমস্কার করছি।' সবাই তো অবাক। আমরা হাই, হেলো বলে অন্যকে সম্বোধন করি, আর আপনি এভাবে করলেন। এর মানে কি? তখন তিনি উত্তর দিলেন, নমস্কার এর মানে হল,
"With head & heart I salute the God in you"~~সরল বাংলায়~~আপনার অন্তঃস্থ ঈশ্বরকে আমি অন্তর দিয়ে অনুভব করছি ও সম্মান প্রদর্শন স্বরূপ তার কাছে মাথা নত করে প্রনতি জ্ঞাপন করছি। এমন সুন্দর উত্তর দিয়ে তিনি বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন। তারা বুঝেছিল সনাতনের মাহত্ম।
~~ বিশ্বের দরবারে সনাতন ধর্মকে পরিচিত করিয়ে দেওয়া মহাপুরুষদের মধ্যে ডঃ মহানামব্রত ব্রহ্মচারী অনন্য ভুমিকা পালনকারীদের মধ্যে তিনি একজন। তাকে শতকোটি প্রনাম জানাই ও শ্রদ্ধাভরে স্মরণ করছি।

No comments:

Post a Comment