Sunday, May 17, 2015

সনাতন হিন্দু সংস্কৃতির শ্রেষ্ঠ দান কি? পূজা কি?? পূজা কি বৈদিক সাধনা??


উত্তরঃ
ভগবৎ-গুনের প্রকাশক ও গুনারোপিত ভগবৎ সত্তার পরিচায়ক দেবগনের প্রীতার্থে সঠিক সেবা, গুণকীর্তন, প্রার্থনা, প্রনাম তথা শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতাকে পূজা বলা হয়। সংস্কৃত ভাষায়, 'যোগো জীবাত্মা নোরৈক্যং পুজনং সেবকেশয়ে।' এক কথায় সেবক ও ঈশ্বরের মধ্যে ঐক্য সম্পর্কই পূজা।
পূজানুষ্ঠান বৈদিক ও তান্ত্রিক উভয় মতের মিলনেই সৃষ্টি। বেদের অবদান যজ্ঞ। তন্ত্রের অবদান পূজা। সনাতন হিন্দু ধর্ম ছাড়া আর কোনও ধর্মে পূজার ব্যবস্থা নেই। একইসাথে পূজা ও তারপরবর্তী প্রার্থনা ও চালু আছে সনাতন ধর্মে।
তাই হিন্দু সংস্কৃতির শ্রেষ্ঠ দান হল পূজা।

No comments:

Post a Comment