Monday, December 12, 2016

হিন্দু বিয়েতে সাত পাকে ঘোরা হয় কেন ?



বিয়ে মানে দুটো মনের মিলন, দুটো পরিবারের মিলন। বিয়েতে অনেক নিয়ম কানুন মানা হয়। এক এক ধর্মের এক এক নিয়ম। হিন্দু মতে বিয়ে মানেই, শুভদৃষ্টি, সাত পাকে ঘোরা, খই পোড়ানো, সিঁদুর দান। তবে এই সমস্ত রীতি কিন্তু শুধুই ধর্মীয় কারণে নয়। এর পিছনে আরও অনেক কারণ রয়েছে।

Sunday, March 27, 2016

জেনে নিন কি ভাবে বল্লাল সেন সমাজের মহা সর্বনাশ করেছে ?

হিন্দু সমাজের
এক সময়কার রাজা বল্লাল সেন
সমাজের মহা সর্বনাশ করেছেন।
যতদিন এই পৃথিবী থাকবে ততদিন
বল্লাল সেনের অনাচার ও
অনাসৃষ্টি হিন্দু সমাজ ভূলবে না।

বেদ ও শ্রীকৃষ্ণ

বেদ শব্দের অর্থ জ্ঞান এবং সেটি
ভগবান থেকে প্রকাশিত হচ্ছে. বেদ
শাশ্বত ও অপৌরুষেয় পরম জ্ঞান
নিত্য ও কোন মানুষের রচিত নয়.
শাস্ত্রীয় ইতিহাস অনুসারে, সৃষ্টির
আদিতে ব্রক্ষ্মান্ডের প্রথম জীব
স্বয়ম্ভু ব্রক্ষ্মা এই বেদ-জ্ঞান লাভ
করেন ভগবান শ্রীকৃষ্ণর নিকট থেকে,
তার বেণুধ্বনির মাধ্যমে
যো ব্রক্ষ্মাণং বিদধাতি পূর্ব্বং
যো বৈ

বিপদে কৃষ্ণ ভিন্ন অন্য কেউ রক্ষা করতে পারে না।

বিপদে কৃষ্ণ ভিন্ন অন্য কেউ রক্ষা করতে পারে না। 
( বিষ্ণু পুরাণ, ১/৮/৭০)
তাৎপর্য : আমরা যখন কোন বিপদে পড়ি, তখন কাকে স্মরণ করি? যে আমাদের সাহায্য করতে পারবে।বিপদের মুহূর্তে যে আমাদের সাহায্য করতে পারবে না,তাকে স্মরণ করে কোন লাভ হয়?শাস্ত্রে বলা হয়েছে, আমাদের বিপদ থেকে প্রকৃত পক্ষে রক্ষা করতে পারে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ।তাই কৃষ্ণ ভিন্ন অন্য কেউর শরণাপন্ন হতে হয় না।রক্ষা করার মালিক একমাত্র কৃষ্ণই, দ্বিতীয় কেউ নেই।তাই সব সময় হরেকৃষ্ণ। হরেকৃষ্ণ

গুরু প্রণাম মন্ত্র :

অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচারম্। তত্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ॥

গোবিন্দ প্রণাম মন্ত্র :

ওম ব্রহ্মাণ্ড দেবায় গোব্রাহ্মণ হিতায়
চঃ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়
নমঃ॥

Saturday, January 30, 2016